আজই ভারতের গুজরাটে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় বিপর্যয়। এরইমধ্যে কুচ জেলায় ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। উত্তাল রয়েছে সাগর। উপকূলের ৭৪ হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।
সম্ভাব্য ক্ষয়ক্ষতি এড়াতে উপকূলীয় এলাকায় দুর্যোগ ব্যবস্থাপনা কর্মীদের মোতায়েন করা হয়েছেন। ভারতের আবহাওয়া দপ্তর জানিয়েছে, সৌরাষ্ট্র ও কুচ জেলায় ভারী বৃষ্টি হয়েছে। সাথে বইছে ঝড়ো হাওয়া।
মান্দভি উরপকূলে বাড়ছে জোয়ারের তোড়। সাথে বইছে ঝড়ো হাওয়া। ঝড়ো বাতাসের কারণে গুজরাটের বিভিন্ন এলাকায় গাছপালা উপড়ে পড়ার খবরও পাওয়া যাচ্ছে।
সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া