ঘুমন্ত পরিবারের ওপর উল্টে পড়ল কাভার্ডভ্যান, প্রাণ গেল মা-মেয়ের

0

রাস্তার পাশে নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিল একটি পরিবার। এ সময় একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে তাদের বসতবাড়িতে উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান মা ও তার মেয়ে। এ দুর্ঘটনায় গুরুতর আহত হন বাবাও।

মঙ্গলবার ভোরে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নল্লাবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গণেশ চন্দ্র রবি দাস, তার স্ত্রী ফুল রানী রবি দাস (৪২) ও মেয়ে রাধিকা রানী রবি দাস (১২) নিজেদের বাড়িতে ঘুমাচ্ছিলেন। কিন্তু হঠাৎ একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে পড়ে তাদের ওপর। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান ফুল রানী রবি দাস ও তার মেয়ে রাধিকা রানী রবি দাস।

পুলিশ ও স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান জামালপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে টাঙ্গাইল-জামালপুর মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় পৌঁছালে কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি বসতঘরে উল্টে পড়ে। এতে ঘুমন্ত অবস্থায় ঘটনাস্থলেই মারা যান মা ও মেয়ে। এছাড়া গুরুতর আহত হন বাবা গণেশ। তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশ ও স্থানীয়রা মরদেহ উদ্ধার করে। ঘাতক কাভার্ডভ্যানটি জব্দ করেছে পুলিশ। তবে এর চালক পালিয়ে  গেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here