ঘরোয়া উপায়ে সহজে করুন ঝকঝকে দাঁত

0

নামিদামি টুথপেস্ট দিয়ে ব্রাশ করেও দাঁত হলদেটে থাকছে? দু’বেলা নিয়ম করে দাঁত ব্রাশ করেও যাচ্ছে না দাঁতের হলদে দাগ? এবার আপনার হলদে দাঁত ঝকঝকে সাদা হবে সহজ ঘরোয়া টোটকায়।

নারকেল তেল
খানিকটা নারকেল তেল মুখে নিয়ে দু-তিন মিনিট ভালো করে কুলকুচি করুন, তার পর তেলটা ফেলে দিন। দেখবেন, নিমেষে দাঁত ঝকঝকে হয়ে গেছে। পাশাপাশি, নারকেল তেল দাঁতের স্বাস্থ্যও ভালো রাখে।

বেকিং সোডা
টুথপেস্টের সঙ্গে সামান্য বেকিং সোডা মিশিয়ে দাঁত মেজে নিন। দাঁত চকচকে হবে।

লেবুর রস
লেবুর রসে থাকে সাইট্রিক অ্যাসিড। লেবুর রস আর লবন একসঙ্গে মিশিয়ে দাঁত মাজলে দাঁতের হলদে ভাব দূর হয়। লেবুর খোসা দিয়ে দাঁত ঘষলেও দাঁত ঝকঝকে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here