রোহিত শর্মাকে সরিয়ে হার্দিক পাণ্ডিয়ার হাতে নেতৃত্ব তুলে দেওয়ার পর থেকেই মুম্বাই ইন্ডিয়ান্স দলের মধ্যেই ক্ষোভ জমতে শুরু হয়। চটে যায় সমর্থকরাও।
নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ম্যাচ দিয়ে এবারের আইপিএল অভিযান শুরু করবে মুম্বাই। তার আগে ফ্যানদের রুদ্ধশ্বাস মৌসুম উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিলেন মুম্বাই ইন্ডিয়ান্স দলের নতুন অধিনায়ক। হার্দিক জানান, মুম্বাইয়ে ফিরতে পেরে তার ঘরে ফেরার অনুভূতি হচ্ছে। একইসঙ্গে ফ্যানদের সমর্থন চাইলেন।
তিনি আরও বলেন, “আজ আমি যেখানে আছি, মুম্বাই আমাকে সেই জায়গায় যেতে সাহায্য করেছে। সবসময় উন্নতি করার চ্যালেঞ্জ থাকে মুম্বাইয়ে। এবার দুই বছর পর আমি ঘরে ফিরেছি। ফ্যানদের থেকে সমর্থন চাইব। সমর্থকদের উপভোগ্য মৌসুম উপহার দেওয়ার প্রতিজ্ঞা করছি। এই যাত্রা আমরা সবাই উপভোগ করব।”
সমর্থকরা অবশ্য হার্দিকের এই বক্তব্য হজম করতে পারছে না। বিশেষ করে রোহিত শর্মার ফ্যানরা। হার্দিকের প্রাক্তন দলের বিরুদ্ধেই প্রথম ম্যাচ মুম্বাইয়ের। আহমেদাবাদেই ক্ষোভের মুখে পড়তে হতে পারে মুম্বাই ইন্ডিয়ান্সের নতুন অধিনায়ককে।