ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

0

কুমিল্লার মুরাদনগরে ঘরে ঢুকে আমেনা খাতুন (৮১) নামে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। বুধবার (১১ অক্টোবর) দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আমেনা খাতুন উপজেলার যাত্রাপুর ইউনিয়নের মোচাগড়া পশ্চিমপাড়ার মৃত তালেব আলী ব্যাপারীর স্ত্রী।

স্থানীয়রা জানান, আমেনার ছয় ছেলে। এর মধ্যে দুইজন গ্রামে থাকেন। বড় ছেলে ইউসুফের ঘরে থাকতেন আমেনা। ছোট ছেলে আবদুল মতিনের ঘর পাশের বাড়িতে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল বারি ইবনে জলিল বলেন, নিহতের গালে আঘাতের চিহ্ন আছে। মরদেহ উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here