এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় পুলিশ গুলিতে প্রাণ গেল বিমানবাহিনীর কর্মকর্তার। এরই মধ্যে অভিযুক্ত পুলিশ ডেপুটি শেরিফের বডি ক্যামেরার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে। ফুটেজে দেয়া যায়, দেশটির বিমানবাহিনীর একজন কর্মকর্তাকে তার নিজ বাড়িতে ঢুকে গুলি করে হত্যা করে পুলিশের ওই কর্মকর্তা। খবর বিবিসি ও এপি নিউজের।
বিমানবাহিনীর সিনিয়র কর্মকর্তা রজার ফর্টসনকে (২৩) হাসপাতালে নেওয়ার পরই তার মৃত্যু হয়। নিহতের পরিবারের একজন প্রত্যক্ষদর্শী স্বজনের বরাত দিয়ে রজারের আইনজীবী বলেন, পুলিশ ভুল করে তার ঘরে প্রবেশ করে। তবে পুলিশের ডেপুটি ওই কর্মকর্তা এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ঘরে প্রবেশ করার পরই তিনি ফর্টসনকে সশস্ত্র অবস্থায় দেখতে পান।