মাত্র ২০ মিনিটের মাথায় ১০ জনের দলে পরিণত হওয়ার যেন খেই হারিয়ে ফেললো পিএসজি। আক্রমণভাগে তেমন কার্যকর হতে পারলেন না লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপেরা। রক্ষণে দৃঢ়তা দেখা পারলেন না সের্হিও রামোস, মার্কিনিয়োসরা। বিবর্ণ ফুটবলের সুযোগ নিয়ে ফরাসি চ্যাম্পিয়নদের তাদের মাঠেই হারিয়ে দিল লরিয়ঁ। লিগ ওয়ানের ম্যাচে রবিবার (৩০ এপ্রিল) ৩-১ গোলে হেরেছে পিএসজি। সবশেষ ৬ ম্যাচে ক্রিস্তফ গালতিয়ের দলের এটি তৃতীয় হার।
ঘরের মাঠে একাদশ মিনিটে এগিয়ে যেতে পারত পিএসজি। চমৎকার পাসে ডি বক্সে এমবাপেকে খুঁজে নেন মেসি। সুযোগ কাজে লাগাতে পারেননি ফরাসি ফরোয়ার্ড। ছুটে এসে তা ব্যর্থ করে দেন লরিয়ঁ গোলরক্ষক। দুই মিনিট পর বাইলাইন থেকে মেসির কাটব্যাক একটুর জন্য নাগালে পাননি এমবাপে। নষ্ট হয় আরেকটি সুযোগ। পঞ্চদশ মিনিটে এগিয়ে যায় লরিয়ঁ। রোমাঁ ফেভার চমৎকার ক্রসে আড়াআড়ি শটে জাল খুঁজে নেন অরক্ষিত এনজো লু ফি। ১৯৮৯ সালের পর প্রথমবার লিগ ওয়ানে ঘরের মাঠে টানা আট ম্যাচে গোল হজম করল পিএসজি। পাঁচ মিনিট পর বড় এক ধাক্কা খায় তারা। দলের বিপদ বাড়িয়ে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আশরাফ হাকিমি।
৫৫তম মিনিটে মেসির ফ্রি কিক ঠিক মতো ক্লিয়ার করতে পারেননি বামো মেইতি। কিন্তু সুযোগ কাজে লাগাতে পারেননি ফাবিয়ান রুইস। বুলেট গতির শট থাকেনি লক্ষ্যে। তিন মিনিট পর মেসির আরেকটি ফ্রি কিকে রামোসের হেড বেরিয়ে যায় ক্রসবার ঘেঁষে। ৬৭তম মিনিটে এমবাপের ক্রসে দানিলো পেরেইরার চেষ্টা ব্যর্থ হয় লরিয়ঁ গোলরক্ষকের মুখে লেগে। পরের মিনিটে লু ফির বাঁকানো শট বেরিয়ে যায় পোস্ট ঘেঁষে। একটুর জন্য আরও বাড়েনি ব্যবধান। ৭৬তম মিনিটে প্রতি আক্রমণে দারুণ সুযোগ হাতছাড়া করেন বাম্বা দাইয়েং। লু ফির চমৎকার ক্রস অনেক উপর দিয়ে মারেন তিনি। তবে ১০ মিনিট পর তিনি বল জালে পাঠিয়েছিলেন। কিন্তু ভিএআরের সাহায্য নিয়ে অফসাইডের বাঁশি বাজান রেফারি। ৮৮তম মিনিটে আরেকটি পাল্টা আক্রমণে ব্যবধান বাড়ান দাইয়েং। তার প্রথম প্রচেষ্টা ঠেকিয়ে দেন জানলুইজি দোন্নারুম্মা। কিন্তু দ্বিতীয় চেষ্টায় ঠিকই জাল খুঁজে নেন ডাইয়েং।
৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে পিএসজি। এক ম্যাচ কম খেলে ৬৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে অলিম্পিক লিওঁ।