ঘরের মাঠে টানা ১১ সিরিজ জয় নিউজিল্যান্ডের

0
ঘরের মাঠে টানা ১১ সিরিজ জয় নিউজিল্যান্ডের

নেপিয়ারে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে শাই হোপের একার লড়াইয়ে ওয়েস্ট ইন্ডিজ ২৪৭ রানের প্রতিদ্বন্দ্বিতা যোগ্য স্কোর গড়ে। তবে নিউজিল্যান্ডের ডেভন কনওয়ে ও রাচিন রবীন্দ্রের ওপেনিং জুটি এবং মিচেল স্যান্টনারের ক্যামিও ইনিংস শেষ পর্যন্ত ঘরের মাঠে তাদের জয় নিশ্চিত করেছে।

৩৪ ওভারের ম্যাচে নিউজিল্যান্ড ৫ উইকেটে জিতে সিরিজে ২-০ করে এগিয়ে যায়। এটি ঘরের মাঠে তাদের টানা ১১তম ওয়ানডে সিরিজ জয়।

ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে দশম ওভারে ৩৮ রানে ২ উইকেট হারানোর পর ক্রিজে নেমে হোপ একাই দলের দারুণ লড়াই চালান। ৬৯ বলে ১৩ চার ও ৪ ছক্কায় অপরাজিত ১০৯ রানের ইনিংস খেলেন হোপ। দলের অন্যান্য ব্যাটসম্যানদের মধ্যে আকিম অগুস্তে ২২ রান, জাস্টিন গ্রিভস ও রোমারিও শেফার্ড ২১ রান করে।

নিউজিল্যান্ডের বোলিংয়ে নাথান স্মিথ ৭ ওভারে ৪২ রান দিয়ে সর্বোচ্চ চার উইকেট নেন, তিনটি উইকেট নেন কাইল জেমিসন।

২৪৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে কনওয়ে ও রাচিন ১৬তম ওভারে দলকে একশ রান এনে দেন। ১০৬ রানের জুটি ভাঙার পর কনওয়ে ৮৪ বলে ৯০ রান করেন। পরে অধিনায়ক টম ল্যাথাম ও মিচেল স্যান্টনার দলের জয়ের বন্দরে পৌঁছান। ১৫ বলে ৩৪ রানে অপরাজিত থাকা স্যান্টনারের সঙ্গে ল্যাথাম অপর প্রান্তে ৩৯ রান করে থাকেন।

আগামী শনিবার সিরিজের শেষ ম্যাচে দুই দল মুখোমুখি হবে। নিউজিল্যান্ড ইতিমধ্যেই তিন ম্যাচের সিরিজে ২-০ তে এগিয়ে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here