ঘরের মাঠেও জুভেন্টাসে ধরাশায়ী ইন্টার

0

ম্যাচের শুরুর দিকেই এগিয়ে গেল জুভেন্টাস। বাকি সময়ে ওই ব্যবধান আর ঘোঁচাতে পারল না ইন্টার মিলান।

রবিবার (১৯ মার্চ) দিবাগত রাতের ম্যাচে ১-০ গোলে জিতে জুভেন্টাস। ম্যাচের ২৩তম মিনিটে আদ্রিওঁ রাবিওর পাস ধরে কোনাকুনি শটে জয়সূচক গোলটি করেন সার্ব মিডফিল্ডার ফিলিপ কসতিচ।

সেরি আ’য় তুরিনের দলটির সঙ্গে মুখোমুখি লড়াইয়ে দুইবারের দেখাতেই হারল ইন্টার। গত নভেম্বরে আসরে প্রথম দেখায় তাদেরকে ২-০ গোলে হারিয়েছিল সেরি আর রেকর্ড চ্যাম্পিয়নরা।

এবারের সেরি আ’য় শিরোপা লড়াই আগে থেকেই একপেশে হয়ে পড়েছে। ইন্টারের এই হারের নাপোলির সম্ভাবনা বাড়ল আরেকটু। ২৭ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে শীর্ষে নাপোলি। ১৯ পয়েন্ট পিছিয়ে দুইয়ে লাৎসিও।

সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে ইন্টার মিলান। তাদের চেয়ে ২ পয়েন্ট কম নিয়ে চার নম্বরে গতবারের চ্যাম্পিয়ন এসি মিলান। ৪১ পয়েন্ট নিয়ে সাত নম্বরে জুভেন্টাস।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here