মাঘ মাসের শুরুর দিন আজ বুধবার নতুন করে নওগাঁর উপর দিয়ে বইছে মৃদু শৈতপ্রবাহ। সকাল থেকে উত্তরের সীমান্তবর্তী জেলা নওগাঁর পথঘাট ঘন কুয়াশার চাদরে ঢেকে আছে। দেখা নেই সূর্যের। ফলে শীতের তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে।
এদিন ভোর থেকেই কুয়াশায় ঢাকা রয়েছে পথঘাট। দুর্ঘটনা এড়াতে সড়কগুলোতে দিনের বেলায়ও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। প্রচণ্ড শীতে বেশি ভোগান্তিতে পড়েছেন শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষ। সরেজমিনে বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শ্রমজীবী নারীদের উল্লেখযোগ্য একটি অংশ কাজ করেন বাড়িতে ও বিভিন্ন ফসলের মাঠে। তারা জানান, শীতের মধ্যে ভোরে ঘুম থেকে ওঠে সংসারের কাজকর্ম সেরে কর্মস্থলে যেতে তাদের অনেক কষ্ট হয়
স্থানীয়রা জানায়, হাড় কাঁপানা কনকন শীতে কাহিল হয়ে পরেছেন নিম্ন আয়ের মানুষরা। সকালে বৃষ্টির মতো ঝিরঝির করে কুয়াশা পড়ে। ফলে কিছুটা বিপাকে পড়তে হয় খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষকে। উত্তরের হিমেল হাওয়ার কারণে তীব্র শীতে জনজীবন অনেকটাই বিপর্যস্ত হয়ে পড়েছে ।
নওগাঁর বদলগাছী কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের কর্মকর্তা মিজানুর রহমান জানান, আজ বুধবার সকালে নওগাঁয় ১৩ দশমিক শূন্য ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।