দেশের নদীবন্দরগুলোতে ঘন কুয়াশার কারণে নৌযান চলাচলে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রবিবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, বিশেষ করে সকাল ১০টা থেকে পরবর্তী ২-৪ ঘণ্টার মধ্যে নদীবন্দর এলাকায় দৃষ্টিসীমা ৫০০ মিটার বা কিছু জায়গায় তার চেয়েও কম হতে পারে।
আবহাওয়া অফিস জানিয়েছে, এ ধরনের অবস্থায় নদীতে চলাচলরত নৌযানগুলোকে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হবে। তবে জরুরি সংকেত প্রদানের প্রয়োজন নেই।
নির্দেশনায় আরও বলা হয়েছে, কুয়াশার কারণে নদীর বিভিন্ন অংশে দূরদৃষ্টি কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে, ফলে নাবিক ও যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ধীরে চলাচল করা গুরুত্বপূর্ণ। নদীতে চলাচলরত নৌযানগুলোকে দূরত্ব বজায় রেখে ও একে অপরের অবস্থান নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এই ধরনের কুয়াশা সাধারণত সকাল ও দুপুরের দিকে ঘন থাকে এবং বিকেল নাগাদ ধীরে ধীরে হালকা হতে পারে। নদীর নাবিকদের কাছে এই তথ্য গুরুত্বের সঙ্গে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়াও নদীতে চলাচলরত যাত্রীবাহী ফেরি, ছোট নৌকা ও ট্রলারের জন্য বিশেষভাবে সতর্ক থাকা জরুরি। নিরাপদ দূরত্ব, পর্যাপ্ত আলো এবং নেভিগেশন যন্ত্র ব্যবহার করা প্রয়োজন, যাতে দুর্ঘটনার সম্ভাবনা কমানো যায়।

