ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ

0

ঘন কুয়াশায় ঢাকা পড়েছে নীলফামারীর জনপদ। আজ দৃষ্টিসীমা মাত্র ৫০ মিটার রেকর্ড করা হয়েছে। এতে বেশি দূর দেখতে না পারায় মহাসড়ক ও জেলার আভ্যন্তরীণ সড়কে ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। গত ১৫ দিন ধরে সৈয়দপুর বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয় ঘটছে।  

রাত থেকে ঘনকুয়াশায় ঢাকা পড়েছে জনপদ। ভোরে ও দিনের প্রথমভাগে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। এতে কর্মজীবী লোকেরা খুব একটা কাজে যাচ্ছেন না। এ কারণে শ্রমজীবীদের আয়-রোজগারও কমে গেছে। দিনের বেশির ভাগ সময় আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছেন লোকজন। প্রচণ্ড ঠাণ্ডায় কষ্টে পড়েছেন হতদরিদ্র, ছিন্নমূল ও স্বল্প আয়ের শ্রমজীবী মানুষেরা। হিমেল বাতাসে কনকনে ঠাণ্ডায় জবুথবু হয়ে পড়েছে গোটা জেলার মানুষজন। বিশেষ করে চরম দুর্ভোগে পড়েছেন বৃদ্ধ ও শিশুরা। বৃদ্ধি পাচ্ছে শীতজনিত রোগীর সংখ্যা।

সৈয়দপুর আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা লোকমান হাকিম জানান, রবিবার (২ ফেব্রুয়ারি) ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা মোটামুটি থাকলেও প্রচুর ঠাণ্ডা অনুভূত হচ্ছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here