ঘন কুয়াশায় পরিবহনের ধীরগতি ও এলোমেলোভাবে গাড়ি চালানোর কারণে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কে ৮ কিলোমিটার এলাকাজুড়ে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। শনিবার ভোর থেকে ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতুপূর্ব মহাসড়কের এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতুপূর্ব পর্যন্ত সড়কে থেমে থেমে যানজটের সৃষ্টি হয়েছে। দিনভর এই যানজট নিরসনে হাইওয়ে ও বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশের সদস্যরা কাজ করেছে। অপরদিকে যানজট ও তীব্র শীতের কারণে যাত্রী ও চালকরা চরম ভোগান্তির শিকার হচ্ছে।
ট্রাকচালক সোনা মিয়া বলেন, ঢাকা থেকে সকাল ৮টায় এলেঙ্গাতে পৌঁছেছি। এসে দেখি ধীরে ধীরে গাড়ি চলাচল করছে। প্রচুর কুয়াশা ও অনেক শীত। কিছু অপ্রশিক্ষিত চালকদের কারণে আরও যানজট বেশি সৃষ্টি হয়।
বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জানান, ঘন কুয়াশা ও রাতে হাতিলা এলাকায় একটি গাড়ি নষ্ট হওয়ার কারণে যানজটের সৃষ্টি হয়েছিল। বেলা বাড়ার সাথে সাথে যান চলাচল স্বাভাবিক হয়েছে।