ঘটনাস্থলে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট : আইএসপিআর

0

রাজধানীর গুলিস্তানে বিআরটিসি কাউন্টারের পাশে বিস্ফোরণের ঘটনাস্থলে পৌঁছেছে সেনাবাহিনীর বোম্ব ডিসপোজাল ইউনিট। এছাড়া ইউনিটে ১২ সদস্যের মিলিটারি পুলিশ ও ডাক্তারসহ ৩টি অ্যাম্বুলেন্স রয়েছে। 

মঙ্গলবার সন্ধ্যায় আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে, ভয়াবহ এই বিস্ফোরণের ঘটনায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে। মর্গের ভেতরে স্বজনরা লাশ শনাক্তের চেষ্টা করছেন।

এ ঘটনায় ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজমুল হক গণমাধ্যমকে ১৬ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছেন। আহত হয়েছেন শতাধিক।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here