গ্রেফতার হতে পারেন পরিণীতির স্বামী!

0

বলিউড অভিনেত্রী পরিণীতি চোপড়া ও আম আদমি পার্টির (আপ) নেতা রাঘব চাড্ডা গত বছরের ২৪ সেপ্টেম্বর বিয়ের পিঁড়িতে বসেন। ভারতের উদয়পুরের লীলা প্যালেসে রাজকীয় ভাবে সাত পাকে বাঁধা পড়েছেন এ যুগল। এর পর থেকে আলোচনায় রয়েছে এ যুগল। এবার চাঞ্চল্যকর খবর গ্রেফতার হতে পারেন পরিণীতির স্বামী!

ভারতীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, আপ নেত্রী আতিশী এ নিয়ে এক বিস্ফোরক দাবি করেছেন। তার বক্তব্য, অরবিন্দ কেজরিওয়ালের পর এবার গ্রেফতার করা হতে পারে আপ নেত্রীকে। শুধু তাই নয়, তার সঙ্গে সঙ্গে গ্রেফতার হতে পারেন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ, সাংসদ রাঘব চাড্ডাসহ আপের আরও অনেকে।

মঙ্গলবার তার এই বক্তব্যকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে রাজনীতির মাঠে। 

দিল্লির মন্ত্রী আতিশী আরও দাবি করেন, বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাবও নাকি এসেছিল তার কাছে। 

তিনি বলেন, ‘আমাকে হুমকি দেওয়া হয়, আমি যদি বিজেপিতে যোগ না দেই, মাসখানেকের মধ্যে ইডি আমাকে গ্রেফতার করবে’। যদিও বিজেপির দাবি, আপ নেত্রীর এসব অভিযোগ ‘ভিত্তিহীন’।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here