গ্রেফতার করতে গেলে দুই পুলিশকে আসামির হাতুড়িপেটা

0

কুষ্টিয়ার মিরপুরে আটক করে থানায় নিয়ে যাওয়ার সময় উপ-পরিদর্শকসহ (এসআই) দুই পুলিশকে হাতুড়ি দিয়ে পিটিয়েছেন এক আসামি। 

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার পালপাড়া বাজারের কাছে এ ঘটনা ঘটে। 

হাতুড়ির আঘাতে আহত এক কনস্টেবলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে আমলা হঠাৎপাড়া এলাকা থেকে আশিক (২৫) নামের একটি মামলার সন্দেহভাজন আসামিকে আটক করে মোটরসাইকেল করে মিরপুর থানায় নিয়ে যাচ্ছিলেন আমলা পুলিশ ক্যাম্পের এসআই মনিরুল ইসলাম ও কনস্টেবল রুস্তম আলী। থানার আগেই পালপাড়া বাজারের কাছে পৌঁছালে আশিক চিৎকার করে মোটরসাইকেল থামাতে বলেন। এ সময় এসআই মনিরুল মোটরসাইকেল থামানোর সঙ্গে সঙ্গে আশিক কোমর থেকে হাতুড়ি বের করে তার মাথায় আঘাত করেন। এতে এসআই মনিরুলের মাথায় থাকা হেলমেট ভেঙে যায়। 

এরপর মোটরসাইকেলের পেছনে বসা কনস্টেবল রুস্তম আলীর মাথাতেও হাতুড়ি দিয়ে আঘাত করেন আশিক। এতে তারও মাথা ফেটে যায়। এ সময় স্থানীয়রা এগিয়ে আসেন। পরে ঘটনাস্থলে থানা পুলিশ উপস্থিত হয়ে কনস্টেবল রুস্তমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। 

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম বলেন, একটি মামলার সন্দেহভাজন এক আসামিকে আটক করে থানায় নিয়ে আসার সময় তিনি হামলা করেন। এতে এক কনস্টেবল সামান্য আহত হয়েছেন। ওই আসামি বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here