গ্রেফতারের পর জামিন পেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

0
গ্রেফতারের পর জামিন পেলেন জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর

মার্কিন যুক্তরাষ্ট্রের আলোচিত সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ও টিকটক তারকা অ্যাশ ট্রেভিনোকে গ্রেফতার করা হয়েছে। তার প্রকৃত নাম অ্যাশলে লোপেজ-ট্রেভিনো স্থানীয় সময় বৃহস্পতিবার (১৭ ডিসেম্বর) সন্ধ্যায় একাধিক অভিযোগের ভিত্তিতে পুলিশ তাকে আটক করে। পরে মুচলেকা দিয়ে জামিনে মুক্ত হন হন তিনি।

ভেনাস পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রেভিনোর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা নিশ্চিত হওয়ার পর ওয়াক্সাহাচির একটি টহল দল লোপেজ-ট্রেভিনোর বাসভবনে পৌঁছায়। এরপর রাতে নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতারের সময় তিনি কোনো বাধা দেননি। গ্রেফতারের পর তাকে এলিস কাউন্টি জেলে নিয়ে যাওয়া হয়। 

এলিস কাউন্টি পুলিশি সদর দপ্তরের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে, লোপেজ-ট্রেভিনো ১ হাজার ৫শো ডলার মুচলেকার মাধ্যমে জেল থেকে মুক্তি পেয়েছেন। তবে গেফতারি পরোয়ানাভুক্ত অভিযোগগুলো সম্পর্কে এখনও বিস্তারিত কিছু জানায়নি দেশটির পুলিশ। ওয়াক্সাহাচি পুলিশের পক্ষ থেকেও কোনো মন্তব্য পাওয়া যায়নি।

ইনস্টাগ্রাম এবং স্ন্যাপচ্যাট মিলিয়ে প্রায় ৫ লাখের বেশি অনুসারী রয়েছে ট্রেভিনোর। জেল থেকে মুক্তির পরপরই তিনি সামাজিক মাধ্যমে সক্রিয় হন। একটি লাইভ তিনি বলেন, সম্প্রতি ওঠা অভিযোগ মোকাবেলার জন্য ইতোমধ্যে আইনজীবী নিয়োগ করেছি। এ মামলাটি আমি লড়বেন।’ 

ভিডিও বার্তায় তার বিরুদ্ধে আনা অভিযোগের বিষয়ে বিস্তারিত কোনো মন্তব্য করতে শোনা যায়নি।  

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here