গ্রেনেড হামলা বিএনপির সবচাইতে বড় প্রমাণিত অপরাধ: ওয়ার্কার্স পার্টি

0

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর দু’দিনের সভা শেষে গৃহীত প্রস্তাবে একুশে আগস্টের ঘটনা নিয়ে বিএনপি মহাসচিবের মন্তব্যকে দুভার্গ্যজনক আখ্যা দিয়েছে। দলটি বলেছে, এটা আবার প্রমাণিত হলো যে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতৃত্বের বিনাশ সাধনের জন্য বিএনপি নেতৃত্ব কর্তৃক সংঘটিত ঐ ঘটনাবলী সম্পর্কে তারা অনুতপ্ত নয় বরং একইভাবে ঐ অপরাধকে জায়েজ করার চেষ্টায় তারা তাদের পুরাতন অপচেষ্টাকে আজ পর্যন্ত অব্যাহত রেখেছে। 

এ সম্পর্কে ওয়ার্কার্স পার্টির গৃহীত প্রস্তাবে বলা হয়, ২১ আগস্টের গ্রেনেড হামলায় ঘটনা বিএনপির সবচাইতে বড় প্রমাণিত অপরাধ। কেবল বিচারেই নয়, জজ মিঞা নাটকের প্রকৃত উদ্ঘাটনের মধ্য দিয়ে এই অপরাধ আরও বিশেষভাবে প্রমাণিত হয়েছে। বিএনপি মহাসচিব ২১ শে আগস্টের ঘটনাকে দুঃখজনক বলে কুম্ভাশ্রু বর্ষণ করলেও তাদের পুরাতন খেলা অনুসারে এবারও আওয়ামী লীগের ঘাড়ে ঐ হামলার দায় চাপিয়ে দেয়ার চেষ্টা করেছেন। ওয়ার্কার্স পার্টির প্রস্তাবে একুশে আগস্টের বিচার প্রক্রিয়া উচ্চ আদালতে দ্রুত সম্পন্ন করে অপরাধীদের সাজা নিশ্চিত করার দাবি জানান হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here