গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই দ্বিতীয় রাউন্ডে বাংলাদেশ

0

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে ‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে বাংলাদেশ নারী দল। পেনাল্টি থেকে সুরভি আকন্দ প্রীতির জোড়া গোলে স্বাগতিক সিঙ্গাপুরকে ৩-০ গোলে হারিয়েছে কোচ গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

রবিবার সিঙ্গাপুরের জালান বেসার স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘ডি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে সফরকারী দলের হয়ে তৃতীয় গোলটি করেছেন সুলতানা আক্তার।

শেষ পর্যন্ত কাঙ্খিত জয় নিয়ে এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপের বাছাইয়ের দ্বিতীয় ধাপে উঠল গোলাম রব্বানী ছোটনের শিষ্যরা।

শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলা শুরু করে বাংলাদেশ। ওই সময় স্বাগতিক রক্ষণকে ব্যতিব্যস্ত করে তুলে তারা। এর সুফলও পায় বাংলাদেশ। ২১তম মিনিটে পেয়ে যায় পেনাল্টি। স্পট থেকে লক্ষ্যভেদ করে সফরকারীদের এগিয়ে দেন প্রীতি। দ্বিতীয়ার্ধে ৫৫ মিনিটে ফের স্পট কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশের এই ফরোয়ার্ড।

ম্যাচের ৬২তম মিনিটে সুলতানা আক্তার ফের গোল করলে ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ছোটনের শিষ্যরা।

‘ডি’ গ্রুপের চ্যাম্পিয়ন হিসেবে বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ডে খেলবে বাংলাদেশ। আগামী ১৬-২৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে দ্বিতীয় রাউন্ড।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here