গ্রীস উপকূলে অভিবাসী বহনকারী একটি নৌকা ডুবে এক নারীসহ দুই জনের মৃত্যু হয়েছে। এছাড়াও তিনজন নিখোঁজ রয়েছেন।
ররিবার (২৫ জানুয়ারি) দেশটির উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে উত্তর এজিয়ান সাগরের ইকরিয়া দ্বীপে এ ঘটনা ঘটে।
উপকূলরক্ষী বাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, দুর্ঘটনার পর পঞ্চাশ জন অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে নিখোঁজদের উদ্ধারে অভিযান চলছে এবং সন্ধ্যার মধ্যে উদ্ধারকারী ও ডুবুরিদের ঘটনাস্থলে পৌঁছানোর কথা রয়েছে। তবে তীব্র বাতাসের কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
ইকারিয়া তুরস্কের পশ্চিম উপকূলের কাছে অবস্থিত, যা ইউরোপীয় ইউনিয়নে প্রবেশের চেষ্টাকারী অভিবাসীদের জন্য প্রায়শই একটি বিপত্তিস্থল। অনেক অভিবাসী লিবিয়া থেকে দক্ষিণ গ্রিসের ক্রিট পর্যন্ত দীর্ঘ পথও বেছে নেন।
এসব বিপজ্জনক সমুদ্রপথে দুর্ঘটনা প্রায়ই প্রাণঘাতী হয়। চলতি বছরের ডিসেম্বরে ক্রিটের কাছে একটি নৌকা ডুবে যাওয়ার পর ১৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং আরও ১৫ জন নিখোঁজ হন, যেখানে মাত্র দুইজন জীবিত ছিলেন।
জাতিসংঘের শরণার্থী সংস্থার মতে, ২০২৫ সালে গ্রীক উপকূলে ১০৭ জন মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থা জানিয়েছে যে ২০১৪ সাল থেকে ভূমধ্যসাগরে প্রায় ৩৩,০০০ অভিবাসী মারা গেছেন অথবা নিখোঁজ হয়েছেন।
সূত্র: আরব নিউজ।

