গ্রিসে নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের উৎসব শারদীয় দুর্গাপূজা। গতকাল পূজা চলাকালে এথেন্সের ওমোনিয়ায় আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের নেতৃবৃন্দ।
বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি দেওয়ান আনোয়ার হোসেনের নেতৃত্বে সংগঠনটির সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক জাহিদ হোসেনসহ অনেকেই মণ্ডপে যান। পূজা মণ্ডপ পরিদর্শন করে সবাইকে শারদীয় শুভেচ্ছা জানান বাংলাদেশ কমিউনিটি ইন গ্রিসের সভাপতি দেওয়ান আনোয়ার হোসেন।