গ্রিসে বন্যায় ১০ জনের প্রাণহানি

0

গ্রিসে মধ্যাঞ্চলে চলমান বন্যায় প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ১০ জনে। নিখোঁজ রয়েছে আরও ৪ বাসিন্দা। উদ্ধারকর্মীরা হেলিকপ্টার ও নৌকায় করে শত শত মানুষকে প্লাবিত গ্রাম থেকে নিরাপদ স্থানে নিয়ে যাচ্ছে।

বৃষ্টি ঝড়ের কারণে সৃষ্ট বন্যা প্রতিবেশী বুলগেরিয়া এবং তুরস্কেও আঘাত হানে। মঙ্গলবার বৃষ্টি শুরু হওয়ার পর থেকে তিনটি দেশেই মোট ২২ জন নিহত হয়েছে।

গ্রিসে গত ৭৫ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ঝড় ড্যানিয়েলের আঘাতে প্রচণ্ড বৃষ্টিপাতের ফলে দেশটির কৃষিপ্রধান থেসালির ছোট ছোট বাড়িঘরগুলো ভেসে গেছে ও রাস্তাঘাটগুলো জলপথে পরিণত হয়েছে। নদীগুলো ফুলে-ফেঁপে উঠেছে, বাঁধগুলো এবং সেতুগুলো ভেঙে গেছে।

গ্রিসের জলবায়ু সংকট ও নাগরিক সুরক্ষা মন্ত্রী ভ্যাসিলিস কিকিলিয়াস শুক্রবার গণমাধ্যমে বলেছেন, ঝড়ের কারণে মধ্য গ্রিসে ১০ জন মারা গেছেন। আরও চারজন বিশেষভাবে ভোলোস এবং মাউন্ট পিলিওতে নিখোঁজ রয়েছে।

মন্ত্রী জানান, কর্তৃপক্ষ মধ্য গ্রীসের লরিসার পিনিওস নদী সম্পর্কে সতর্ক রয়েছে, যার উপচে পড়া পানি ইতিমধ্যে ইয়ানোউলি গ্রাম এবং টাইরনাভোস শহরকে প্রভাবিত করেছে। লরিসার অংশগুলোও প্লাবিত হয়েছে। বন্যার ঘটনা আরও তীব্র হতে পারে বলে ধারণা করছেন তিনি।

বন্যার কারণে ব্যাপক ক্ষতিগ্রস্ত লোকালয়। প্রবল স্রোতে ভেসে যাচ্ছে যানবাহন। সংযোগ সেতু ও রাস্তাঘাট ভেঙে পড়ায় বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা। সে কারণে দুর্গত এলাকায় আটকা পড়াদের উদ্ধারে ব্যবহৃত হচ্ছে রাবারের নৌকা ও হেলিকপ্টার। প্রতিবেশী তুরস্ক আর বুলগেরিয়াতেও হচ্ছে প্রবল বন্যা। দেশগুলোয় প্রাণ হারিয়েছেন ৯ জন।

উল্লেখ্য, গত মাসে গ্রিসের একাংশ পুড়ছিল ভয়াবহ দাবানলে। কমপক্ষে ২০ জনের প্রাণ যায়। ভস্মীভূত হয় ৩ লাখ ৪০ হাজার একর বনভূমি। এখন এলো বন্যা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here