গ্রিসে দাবানল নেভাতে গিয়ে বিমান বিধ্বস্ত, নিহত ২ পাইলট

0

গ্রিসে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে একটি দমকল বিমান বিধ্বস্ত হয়ে বিমান বাহিনীর দুই পাইলট নিহত হয়েছেন। পাইলটের মৃত্যুর ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনীতে তিনদিনের শোক ঘোষণা করা হয়েছে।

গ্রিসের রাজধানী এথেন্সের কাছে ইভিয়া দ্বীপের ক্যারিস্তোস শহরে এই দুর্ঘটনা ঘটে। এক বিবৃতিতে গ্রিক বিমানবাহিনী জানিয়েছে, মঙ্গলবার (২৫ জুলাই) বিকেল ৩টার দিকে তাদের সিএল-২১৫ বিমানটি অভিযানের সময় বিধ্বস্ত হয়। এতে বিমানের ক্যাপ্টেন ও কো-পাইলট নিহত হয়েছেন। নিহতরা হলেন- ৩৪ বছর বয়সী স্কোয়াড্রন লিডার ক্রিস্টোস মৌলাস এবং ২৭ বছর বয়সী সেকেন্ড লেফটেন্যান্ট পেরিক্লেস স্টেফানিডিস।

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ ধরে ইউরোপ জুড়ে তীব্র দাবদাহ চলছে। শুষ্ক এ আবহাওয়ায় ইউরোপের কয়েকটি দেশে ভয়াবহ দাবানল ছড়িয়ে পড়েছে। গ্রিসের রোডস পর্যটন দ্বীপে দাবানল ছড়িয়ে পড়ায় হাজার হাজার মানুষ ঘরবাড়ি ও হোটেল ছেড়ে পালাচ্ছে। চলে যাচ্ছে পর্যটকরাও। যুক্তরাজ্য, ফ্রান্স ও জার্মানি থেকে ছুটির দিনে বেড়াতে আসা হাজারও পর্যটক দাবানাল থেকে বাঁচতে ফ্লাইটে করে বাড়ি ফিরে যাচ্ছে।

গ্রিসের সবচেয়ে বড় ক্রেট দ্বীপে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার চরম ঝুঁকি আছে বলে অধিবাসীদের সতর্ক করা হয়েছে। গ্রিক প্রধানমন্ত্রী পার্লামেন্টে এক বিবৃতিতে বলেছেন, আমাদের সামনে কঠিন দিন আসছে, যতক্ষণ না রোডস দ্বীপে তাপমাত্রা কমার পূর্বাভাস পাওয়া যাচ্ছে। আগামী দিনগুলোতে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here