গ্রিসে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ

0
গ্রিসে আন্তর্জাতিক বাণিজ্য মেলায় অংশ নিয়েছে বাংলাদেশ

গ্রিসের বাণিজ্যিক নগরী থেসালোনিকিতে শুরু হয়েছে ৮৯তম আন্তর্জাতিক বাণিজ্য মেলা, যেখানে অংশগ্রহণ করেছে এথেন্সে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। ৬ সেপ্টেম্বর ২০২৫ থেকে শুরু হয়ে মেলা চলবে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

মেলায় বাংলাদেশের স্টলে দেশের বহুমুখী গার্মেন্টস পণ্য, সিরামিকস, পাটজাত পণ্য ও চামড়াজাত পণ্য প্রদর্শিত হয়। এছাড়াও বাংলাদেশের পর্যটন ক্ষেত্রের আকর্ষণীয় দিকগুলো প্রচারনার মাধ্যমে তুলে ধরা হয়। দর্শনার্থীদের সামনে বাংলাদেশের রপ্তানিযোগ্য পণ্যসমূহ নিয়ে পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করা হয়, যা ব্যবসায়ী ও দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে।

বাংলাদেশের স্টল পরিদর্শন করেন থেসালোনিকি চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট এবং মেলার পরিচালক। তারা বাংলাদেশের সম্ভাবনাময় খাতগুলোতে আগ্রহ প্রকাশ করেন এবং ভবিষ্যতে দুই দেশের বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা ব্যক্ত করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা এবং প্রথম সচিব রাবেয়া বেগম, যারা অতিথিদের স্বাগত জানিয়ে দেশের শিল্প ও সংস্কৃতির বৈচিত্র্য তুলে ধরেন।

বাংলাদেশের অংশগ্রহণে মেলায় উপস্থিত গ্রিক নাগরিক, ব্যবসায়ী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে উৎসাহ বিরাজ করেছে। বিশেষ করে বাংলাদেশের গার্মেন্টস ও সিরামিকস পণ্যের গুণগত মানের প্রশংসা করেছেন অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here