গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকিতে কড়া বার্তা জার্মানির

0
গ্রিনল্যান্ড নিয়ে ট্রাম্পের হুমকিতে কড়া বার্তা জার্মানির

গ্রিনল্যান্ড দখলের বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রকে আন্তর্জাতিক আইনের কথা স্মরণ করিয়ে দিয়েছে জার্মানি। দেশটির অর্থমন্ত্রী ও ভাইস চ্যান্সেলর লার্স ক্লিংবাইল বলেছেন, আন্তর্জাতিক আইনের নীতিমালা সবার জন্যই সমানভাবে প্রযোজ্য, যুক্তরাষ্ট্রও এর ব্যতিক্রম নয়।

গ্রুপ অব সেভেন (জি৭) দেশগুলোর অর্থমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে ওয়াশিংটনের উদ্দেশে রওনা হওয়ার আগে রবিবার এ মন্তব্য করেন ক্লিংবাইল। তিনি বলেন, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের একমাত্র অধিকার ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের জনগণের। আঞ্চলিক সার্বভৌমত্ব ও অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে।

দীর্ঘদিনের ন্যাটো মিত্র ডেনমার্কের কাছ থেকে খনিজসমৃদ্ধ আর্কটিক দ্বীপ গ্রিনল্যান্ড সামরিকভাবে দখলের কোনো উদ্যোগ নিলে ন্যাটোর ভেতরে তীব্র প্রতিক্রিয়া তৈরি হবে এবং যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় নেতাদের মধ্যে বিভাজন আরও গভীর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

ক্লিংবাইল বলেন, ‘ন্যাটো মিত্র হিসেবে আমরা একসঙ্গে আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করি, পরস্পরের বিরোধিতায় নয়।’

সোমবারের জি৭ বৈঠকে গুরুত্বপূর্ণ খনিজে প্রবেশাধিকার নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিরল মাটি ধাতুর রপ্তানিতে চীনের কঠোর নিয়ন্ত্রণের উদ্যোগের প্রেক্ষাপটে পশ্চিমা দেশগুলো চীনের ওপর নির্ভরতা কমাতে চায়।

এ প্রসঙ্গে ক্লিংবাইল বলেন, সরবরাহ নিরাপত্তা নিশ্চিত করা, নির্ভরতা হ্রাস এবং একটি বিশ্বাসযোগ্য অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে আন্তর্জাতিক সহযোগিতা বাড়াতে জার্মানি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ। তিনি যোগ করেন, ‘এই লক্ষ্য অর্জনে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে পরামর্শ ও যৌথভাবে কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

আন্তর্জাতিক জ্বালানি সংস্থার তথ্য অনুযায়ী, তামা, লিথিয়াম, কোবাল্ট, গ্রাফাইট ও বিরল মাটি ধাতুর মতো গুরুত্বপূর্ণ খনিজের পরিশোধনে চীনের আধিপত্য বর্তমানে ৪৭ থেকে ৮৭ শতাংশের মধ্যে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here