গ্রিনল্যান্ড দখলে নেয়ার ইচ্ছে নেই আমেরিকার!

0
গ্রিনল্যান্ড দখলে নেয়ার ইচ্ছে নেই আমেরিকার!

গ্রিনল্যান্ডকে যুক্তরাষ্ট্রের অংশ করার কোনো অভিপ্রায় বা দ্বীপটি ‘দখল’ করার কোনো উদ্দেশ্য ওয়াশিংটনের নেই বলে জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের নবনিযুক্ত বিশেষ দূত জেফ ল্যান্ড্রি। তবে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই দ্বীপটির ভবিষ্যৎ নিয়ে সেখানকার বাসিন্দাদের সাথে সরাসরি সংলাপ শুরু করার পক্ষে মত দিয়েছেন তিনি। 

ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে ল্যান্ড্রি বলেন, গ্রিনল্যান্ডের বাসিন্দারা আসলে কী চায় এবং কেন তারা প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বা নিরাপত্তা থেকে বঞ্চিত হচ্ছে, তা বুঝতে আলোচনা জরুরি।

এদিকে লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দেওয়ায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে ডেনমার্ক ও গ্রিনল্যান্ড কর্তৃপক্ষ। এক যৌথ বিবৃতিতে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন এবং গ্রিনল্যান্ডের প্রিমিয়ার জেন্স-ফ্রেডেরিক নিয়েলসেন স্পষ্ট জানিয়ে দিয়েছেন, গ্রিনল্যান্ড কেবল গ্রিনল্যান্ডবাসীর। তারা আরও বলেন, আন্তর্জাতিক আইন অনুযায়ী কোনো সার্বভৌম রাষ্ট্রকে এভাবে অন্য কোনো দেশ নিজের করে নিতে পারে না। এমনকি জাতীয় নিরাপত্তার দোহাই দিয়েও গ্রিনল্যান্ডের ওপর মার্কিন আধিপত্য মেনে নেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন তারা।

বিশাল খনিজ সম্পদ ও ভূ-রাজনৈতিক অবস্থানের কারণে দীর্ঘদিন ধরেই গ্রিনল্যান্ডের প্রতি আগ্রহ দেখিয়ে আসছেন ডোনাল্ড ট্রাম্প। যদিও এবারের নিয়োগের পর তিনি দাবি করেছেন, খনিজ সম্পদের চেয়েও যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থেই গ্রিনল্যান্ডকে প্রয়োজন। তবে ট্রাম্পের এই অবস্থান ন্যাটোর মতো গুরুত্বপূর্ণ মিত্রদের সঙ্গে যুক্তরাষ্ট্রের দূরত্ব তৈরি করতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও এই ইস্যুতে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের প্রতি তাদের পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here