সপ্তাহ দুই আগে আরও একবার গ্রিনল্যান্ড কেনার ইচ্ছা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এরই মধ্যে তার বড় ছেলে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র ব্যক্তিগত সফরে যাচ্ছেন গ্রিনল্যান্ডে।
বিভিন্ন মার্কিন সংবাদমাধ্যমে প্রতিবেদন থেকে জানা গেছে- ট্রাম্প জুনিয়রের এ সফর অবশ্য ব্যক্তিগত। একটি পডকাস্টের জন্য ভিডিও ফুটেজ নিতে তিনি এক দিনের জন্য এই পরিকল্পনা করলেও ট্রাম্প পরিবারের সঙ্গে গ্রিনল্যান্ডের সম্পর্কের জেরে আলোচনা আবারও জোরদার হয়েছে।
এর আগে, গত ডিসেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার জন্য গ্রিনল্যান্ডের মালিকানা জরুরি। তবে গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী মিউট এগেদে স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ‘আমরা বিক্রির জন্য নই।’
ট্রাম্প জুনিয়রের এই সফর তার বাবার নতুন প্রশাসনের কোনো অংশ নয় বলেও ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। তবে ট্রাম্প পরিবারের কৌশলগত আগ্রহ এবং এর সঙ্গে যুক্তরাষ্ট্রের ভূরাজনৈতিক পরিকল্পনা নিয়ে বিতর্ক থামার কোনো লক্ষণ নেই।
উল্লেখ্য, আগামী ২০ জানুয়ারি প্রেসিডেন্ট হিসেবে শপথ নেবেন ট্রাম্প। এর আগে তার পরিবার ও দল গ্রিনল্যান্ডের প্রতি তাদের আগ্রহ প্রকাশ করায় বিষয়টি নতুন করে আলোচনার কেন্দ্রে এসেছে।