আর্কটিক অঞ্চলে ভূ-রাজনীতির ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে গ্রিনল্যান্ড নিয়ে নজিরবিহীন মন্তব্য করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার নিরাপত্তা পরিষদের বৈঠকে তিনি জানান, যুক্তরাষ্ট্র যদি ডেনমার্কের কাছ থেকে এই দ্বীপটি কিনে নিতে চায় তবে তার মূল্য হতে পারে প্রায় ১ বিলিয়ন ডলার।
এই মূল্যায়নের স্বপক্ষে পুতিন ১৮৬৭ সালে রাশিয়ার কাছ থেকে আমেরিকার আলাস্কা ক্রয়ের ঐতিহাসিক উদাহরণ টেনে আনেন। তিনি বলেন, সে সময় আলাস্কা ৭.২ মিলিয়ন ডলারে বিক্রি হয়েছিল। বর্তমান সময়ে স্বর্ণের মূল্যমান ও ভৌগোলিক আয়তন বিবেচনা করলে গ্রিনল্যান্ডের দাম ১ বিলিয়ন ডলারের আশেপাশে হওয়া উচিত এবং আমেরিকার মতো দেশের জন্য এই অর্থ পরিশোধ করা কোনো কঠিন বিষয় নয়।
তবে কেবল দাম নির্ধারণ করেই ক্ষান্ত হননি রুশ প্রেসিডেন্ট। গ্রিনল্যান্ডের ওপর ডেনমার্কের দীর্ঘদিনের কর্তৃত্বকে তিনি অত্যন্ত নেতিবাচকভাবে চিত্রায়িত করেছেন। পুতিনের অভিযোগ, ডেনমার্ক সবসময় গ্রিনল্যান্ডের মানুষের সাথে ঔপনিবেশিক আচরণ করেছে। এই শাসন ছিল অত্যন্ত কঠোর ও নিষ্ঠুর।
পুতিন দাবি করেন, ডেনমার্ক ঐতিহাসিকভাবে এই দ্বীপটিকে একটি উপনিবেশ হিসেবে ব্যবহার করে আসছে। অথচ রাশিয়া এই পুরো বিবাদকে ওয়াশিংটন ও কোপেনহেগেনের মধ্যকার অভ্যন্তরীণ বিষয় বলে মনে করে এবং এতে মস্কোর সরাসরি কোনো স্বার্থ নেই।

