বাংলাদেশ ব্যাংক খুলনার গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গ্রাহক সচেতনতা বাড়াতে এবং আর্থিক খাতে গ্রাহক স্বার্থ সংরক্ষণ কার্যক্রম আরও জোরদারের লক্ষ্যেই এই সভা আয়োজন করা হয়।
বাংলাদেশ ব্যাংক খুলনা অফিসের আওতাধীন ব্যাংক ও ফাইন্যান্স কোম্পানির আঞ্চলিক প্রধান ও ব্যবস্থাপকেরা মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন। সভায় গ্রাহক সেবা উন্নয়ন, অভিযোগ নিষ্পত্তির কার্যকর ব্যবস্থা, ডিজিটাল ব্যাংকিংয়ে সচেতনতা বৃদ্ধি এবং গ্রাহক অধিকার সংরক্ষণ সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক খুলনা শাখার নির্বাহী পরিচালক জনাব মোঃ রুকনুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক (পরিদর্শন) জনাব এস. এম. কামালুজ্জামান কামাল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রাহক স্বার্থ সংরক্ষণ কেন্দ্রের অতিরিক্ত পরিচালক জনাব মোঃ রিয়াজুল হক।

