গ্রহাণুর শিলা ও ধুলিকণার নমুনা নিয়ে পৃথিবীতে ফিরে এসেছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ওসাইরিস রেক্স। উৎক্ষেপণের সাত বছর পর স্থানীয় সময় রবিবার যুক্তরাষ্ট্রের উটাহের মরুভূমিতে ক্যাপসুলটি নিরাপদে অবতরণ করে।
নাসা জানিয়েছে, গ্রহাণুর নমুনা পৃথিবীতে আনার ঘটনা এটাই প্রথম। উটাহর মরুভূমিতে ক্যাপসুলটির অবতরণের দৃশ্য নাসার পক্ষ থেকে সরাসরি সম্প্রচার করা হয়।
২০২০ সালের ২৮ অক্টোবর গ্রহাণুর উত্তর গোলার্ধের একটি গহ্বরের পাথুরে মাটি ছোঁয় নাসার মহাকাশযান। কয়েক সেকেন্ডের মধ্যে ঝুরঝুরে মাটি খুঁড়ে, ২৫০ গ্রাম গুপ্তধন নিয়ে বেরিয়ে আসে। বন্ধ করে দেওয়া হয় ক্যাপসুলের মুখ। ২০২১ সালের মে মাসে বেণুকে বিদায় জানিয়ে, পৃথিবীর পথে রওনা দেয় ওসাইরিস রেক্স।
১ লক্ষ কিলোমিটার দূরত্ব থেকে গুপ্তধন-বোঝাই ক্যাপসুলটিকে ছেড়ে দেয় ওসাইরিস রেক্স। এরপর নানা ধাপে এই গুপ্তধন পৃথিবীতে পৌঁছায়।