বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরে নসিমন উল্টে মহাসড়ক প্রশস্তকরণের জন্য মাটি কেটে রাখার গর্তে পড়ে রাজু আহম্মেদ (৩২) নামে এক নসিমন চালক নিহত হয়েছে। গত শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত রাজু বাবুগঞ্জ উপজেলার আগরপুর গ্রামের মৃত জিন্নাত আলীর ছেলে। গৌরনদী হাইওয়ে থানার ওসি গোলাম রসুল মোল্লা এই তথ্য নিশ্চিত করেছেন।