গৌরনদীতে মাকে হত্যায় গ্রেফতার ৩

0

বরিশালের গৌরনদীতে মাকে হত্যার পরে আত্মহত্যা বলে প্রচারণার অভিযোগে ছেলে ও দুই পুত্রবধূকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের চরদিয়াসুর গ্রামে হায়দার আলীর বাড়িতে। মায়ের নাম হেরোনা বেগম (৬৩)। গত সোমবার রাতে শিল পাটার পুতা দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এ ঘটনায় মঙ্গলবার বিকেলে নিহতের ভাই মনির হোসেন সিকদার বাদি হয়ে গৌরনদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। জানা গেছে, হায়দার আলী প্যাদা ও হেরোনা বেগম বৃদ্ধ হওয়ায় তার পুত্র ও পুত্রবধূর সাথে কলহ লেগই থাকতো। 

মামলার বাদী নিহতের ভাই মনির হোসেন সিকদার অভিযোগ করেন, প্রায়ই তার বোনের সাথে ছোট ভাইগ্না সুমন প্যাদা ও অপর ভাইগ্না বৌ রাখি বেগম, তুলি বেগম প্রায়ই শারীরিক নির্যাতন করতো। গত ৫ দিন পূর্বে তার বোন হেরোনা বেগমকে মারধর করে। এ নিয়ে মনির সিকদার ওই বাড়িতে গিয়ে মীমাংসা করে আসেন। সোমবার ভাগ্নিরা তার মাকে দেখতে আসলে এ নিয়ে তার বোনের সাথে ঝগড়া ও গালমন্দ করে পুত্রবধূরা। এক পর্যায়ে তার ভাগ্নিরা রাগ করে ওই বাড়ি থেকে চলে যায়।  সোমবার রাতে এ নিয়ে বাকবিতান্ডার এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে বৃদ্ধা হেরোনা বেগমের মাথায় শিল পাটার পুতা দিয়ে মাথায় আঘাত করে। মাথায় অতিরিক্ত রক্তক্ষরণে হেরোনা বেগম মারা যায়। হত্যা মামলা থেকে বাচার জন্য বাড়ির পাশে টয়লেটে গলায় ফাঁস লাগিয়ে ঝুলিয়ে রাখে। 

গৌরনদী সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শারমিন আক্তার রাখী জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনহত ব্যবস্থা নেয়া হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here