বরিশালের গৌরনদীতে পুলিশের ধাওয়ায় নদীতে ঝাঁপিয়ে পড়ে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শুক্রবার রাতে নিখোঁজের পর রবিবার বেলা সাড়ে ১১টার দিকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। তবে পুলিশের ধাওয়ায় নদীতে পড়ে কারো মৃত্যুর অভিযোগ অস্বীকার করেছেন গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন।
মৃত সালাউদ্দিন প্যাদা (৩৫) গৌরনদী পৌর শহরের দিয়াসুর এলাকার মৃত জব্বার প্যাদার ছেলে। ইতিপূর্বে মাদকে সংশ্লিষ্টতার অভিযোগে কারাভোগ করেছিলেন তিনি।
গৌরনদী থানার ওসি মো. আফজাল হোসেন জানান, শুক্রবার রাতে দিয়াসুর এলাকায় থানা পুলিশের কোন অভিযান ছিল না। পুলিশের ধাওয়ায় নদীতে পরে সালাউদ্দিনের মৃত্যুর অভিযোগ সঠিক নয়। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে সালাউদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য বরিশাল মর্গে প্রেরন করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।