গৌরনদীতে দলীয় প্রতিপক্ষের হামলায় তিন যুবলীগ কর্মী আহত

0

বরিশালের গৌরনদী উপজেলার কসবায় মোটরসাইকেল থামিয়ে তিন যুবলীগ কর্মীকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে দলীয় প্রতিপক্ষের বিরুদ্ধে।

বুধবার সন্ধ্যায় এ ঘটনায় ভূক্তভোগীদের পক্ষ থেকে যুবলীগ নেতা রাসেদ হাওলাদারসহ তার সহযোগীদের আসামি করে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে পলাশ হাওলাদার ও তুহিন হাওলাদার নামে দুইজনকে আটক করেছে থানা পুলিশ।

বুধবার বিকেলে টরকী বন্দরে চলন্ত মোটরসাইকেল থামিয়ে হামলা চালিয়ে যুবলীগ কর্মী রায়হান ফকির, কাওসার ফকির ও ইমাত খানকে এলোপাথারি কুপিয়ে আহত করে দলীয় প্রতিপক্ষের সন্ত্রাসীরা।

আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গৌরনদী থানার ওসি মোঃ আফজাল হোসেন জানিয়েছেন, ঘটনার সাথে জড়িত সন্দেহে পলাশ হাওলাদার ও তুহিন হাওলাদার নামে দুইজনকে আটক করা হয়েছে। অন্যদের আটকের চেষ্টা চলছে।

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here