গৌরনদীতে ডাকাত সন্দেহে আটক চার যুবক জেলে

0
গৌরনদীতে ডাকাত সন্দেহে আটক চার যুবক জেলে

বরিশালের গৌরনদীতে ডাকাত সন্দেহে আটক চার যুবককে আদালতের মাধ্যমে জেলে পাঠানো হয়েছে। বৃহস্পতিবার রাত গভীর হলে বাটাজোর বন্দরে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করায় গ্রামবাসী তাদের আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। পরদিন শুক্রবার গৌরনদী মডেল থানার পুলিশ বাদী হয়ে মামলা করে এবং আদালতে পাঠালে বিচারক তাদের জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

আটক ব্যক্তিরা হলেন গৌরনদী উপজেলার নলচিড়া ইউনিয়নের খানাবাড়ি গ্রামের মালেক জমাদ্দারের ছেলে হৃদয় জমাদ্দার, তার ভাই তারেক জমাদ্দার, পিরোজপুরের নেছারাবাদ এলাকার বাবুল শরীফের ছেলে তসলিম শরীফ এবং বানারীপাড়ার সৈয়দকাঠী এলাকার আনন্দ মণ্ডলের ছেলে অশোক মণ্ডল। তাদের কাছ থেকে চারটি দেশীয় ধারালো রামদা, ডাকাতির কাজে ব্যবহৃত একটি সিএনজি এবং বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, তারেক জমাদ্দারের বিরুদ্ধে বিভিন্ন থানায় পাঁচটি, তসলিম শরীফের বিরুদ্ধে দুইটি এবং অশোক মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে।

গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানান, রাত একটার দিকে সিএনজি নিয়ে চার যুবক বাটাজোর বন্দরে পৌঁছালে নৈশপ্রহরীদের সন্দেহ হয়। তারা থামানোর চেষ্টা করলে যুবকেরা পালানোর চেষ্টা করে। পরে স্থানীয়দের সহায়তায় তাদের আটক করা হয়। আটক করার সময় স্থানীয়রা তাদের গণধোলাইও দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে চারজনকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়। এরপর তাদের থানায় এনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here