ফেসবুকে কটূক্তি করে পোস্ট দিয়ে ত্রাস সৃষ্টির অভিযোগে বরিশালের গৌরনদী থানায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার গৌরনদী উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের ইসলাম সান্টু ভূঁইয়া বাদী হয়ে এই মামলা দায়ের করে।
মামলার আসামিরা হল- সরকারি গৌরনদী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের যুগ্ন আহ্বায়ক কাইফি শিকদার মিমি ও তার বাবা গৌরনদী পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম শিকদারসহ অজ্ঞাতনামা ২০ থেকে ২৫ জন। মামলা দায়েরের পর পুলিশ গৌরনদী পৌরসভার উত্তর বিজয়পুর এলাকায় অভিযান চালিয়ে আসামি পৌর বিএনপির যুগ্ন-আহ্বায়ক আবুল কালাম শিকদারকে গ্রেফতার করেছে।