গোল বিতর্ক দূর করতে নতুন প্রযুক্তি ফিফার

0
গোল বিতর্ক দূর করতে নতুন প্রযুক্তি ফিফার

ফুটবলে প্রতিনিয়ত বিভিন্ন প্রযুক্তির পরীক্ষা চালাচ্ছে ফিফা। তবে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু হলেও, গোল নিয়ে বিতর্ক সম্পূর্ণভাবে নির্মূল করা যায়নি।বির্তকিত সিদ্ধান্ত দূর করতে এবার তাই ‘আউট অফ বাউন্ডস’ নামে নতুন প্রযুক্তি সফল ভাবে পরীক্ষা করেছে ফিফা।

এর মাধ্যমে স্পষ্ট হয়ে যাবে গোল হওয়ার ঠিক আগে বল মাঠের বাইরে চলে গিয়েছিল কি না। কাতারে আন্তঃমহাদেশীয় কাপের তিনটি ম্যাচে এই প্রযুক্তি সফল ভাবে পরীক্ষা করা হয়েছে।

ফিফা এবং ‘হক-আই ইনোভেশনস’-এর যৌথ উদ্যোগে তৈরি এই প্রযুক্তির পাশাপাশি আরও উন্নত করা হয়েছে ‘রিয়েল-টাইম থ্রিডি রিক্রিয়েশন’। এর মাধ্যমে অফসাইড সিদ্ধান্তের ক্ষেত্রে গোলরক্ষকের দৃষ্টিসীমা কোনো খেলোয়াড় বাধাগ্রস্ত করছেন কি না, তা মুহূর্তের মধ্যেই ত্রিমাত্রিক ভিডিয়োর সাহায্যে নিশ্চিত হওয়া যাবে। 

ভিডিও প্রযুক্তি এবং টেলিভিশনের দর্শকরা এখন থেকে গোলরক্ষকের দৃষ্টিকোণ থেকেই পুরো বিষয়টি দেখার সুযোগ পাবেন।ইংলিশ প্রিমিয়ার লিগ-সহ বিশ্বের বিভিন্ন লিগে গত কয়েক মৌসুমে গোলের আগে বল মাঠের বাইরে চলে যাওয়া বা দৃষ্টিসীমা সংক্রান্ত অফসাইড নিয়ে একাধিক বিতর্ক হয়েছে।

দুই মৌসুমে আগে নিউক্যাসল ইউনাইটেড বনাম আর্সেনাল ম্যাচে জো উইলক বল মাঠের সীমানার ভিতরে রেখেছিলেন কি না, তা ক্যামেরা ঠিক জায়গায় না রাখার কারণে ভিডিও প্রযুক্তিও প্রমাণ করতে পারেনি। গত মাসেই মাসেই আর্সেনাল বনাম টটেনহ্যাম ম্যাচে লেয়ান্দ্রো ত্রোসার্দ গোলরক্ষকের দৃষ্টিপথে বাধা সৃষ্টি করেছিলেন কি না তা নিয়েও তৈরি হয় বিতর্ক। নতুন এই ত্রিমাত্রিক প্রযুক্তি এই ধরনের অস্পষ্টতা দূর করবে। ফুটবলারদের নিরাপত্তা নিশ্চিত করতেও ভূমিকা নেবে।

অনেক সময় অফসাইড হওয়া সত্ত্বেও খেলা চলতে থাকায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটে। সম্প্রতি ইপিএলে নটিংহাম ফরেস্টের স্ট্রাইকার তাইওয়ো আওনিয়ি অফসাইড হওয়ার পরেও খেলা চলতে থাকায় গোলপোস্টে ধাক্কা খেয়ে কোমায় চলে গিয়েছিলেন। নতুন এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে এই ধরনের ঘটনা আটকানো যাবে বলে মনে করা হচ্ছে। আন্তঃমহাদেশীয় কাপে প্যারিস সঁ জরমঁ তারকা ফাবিয়ান রুইসের একটি গোল এই প্রযুক্তির সাহায্যেই বাতিল করা হয়েছিল। কারণ গোলে ঢোকার আগে বলটি মাঠের বাইরে চলে গিয়েছিল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here