প্রতিপক্ষের জালে রীতিমতো গোলের উৎসব বইয়ে দিল ম্যানসিটি। গুনে গুনে ১০ বার বলকে লিগ ওয়ানের দল এক্সটার সিটির জালে পাঠিয়েছেন পেপ গার্দিওলার শিষ্যরা। ৩৯ বছর পর এত বড় ব্যবধানে জয় পেল প্রিমিয়ার লিগের দলটি।
নিষেধাজ্ঞার কারণে এদিন টাচলাইনে ছিলেন না গার্দিওলা। তাতে কী, জয়ে তার বিন্দুমাত্র প্রভাব পড়েনি। উল্টো ম্যানসিটির ফুটবলাররা যেন এদিন আরও বেশি ক্ষুধার্ত বনে যান।
শুরু থেকেই ম্যাচে দাপট দেখায় ম্যানসিটি। খেলার ১২ মিনিটে তরুণ খেলোয়াড় ম্যাক্স অ্যালেন প্রথম গোল করে সিটির গোলের খাতা খোলেন। দীর্ঘ ২০ মাস পর জালের দেখা পেলেন রদ্রি। ২৪ মিনিটে ২৫ গজ দূর থেকে এক দুর্দান্ত শটে তিনি ব্যবধান দ্বিগুণ করেন।
বিরতির আগে এক্সটার সিটির জেক ডয়েল-হেইস এবং জ্যাক ফিটজওয়াটার দুটি আত্মঘাতী গোল করে বসলে স্কোরলাইন ৪-০ হয়ে যায়।
৪৯ মিনিটে রিকো লুইস নিজের প্রথম গোলটি করেন। ৫৪ মিনিটে বোর্নমাউথ থেকে আসা নতুন সাইনিং অ্যান্টোনি সেমেনিয়ো তার অভিষেক গোলটি পান। অভিষেক ম্যাচে গোল করে নিজের সামর্থ্য প্রমাণ করলেন ৬২.৫ মিলিয়ন পাউন্ডের এই খেলোয়াড়।
৭১ মিনিটে টিজানি রেইন্ডার্স এবং ৭৯ মিনিটে নিকো ও’রেইলি গোল উৎসব চালিয়ে যান। ৮৬ মিনিটে ১৭ বছর বয়সী তরুণ রায়ান ম্যাকাডু সিটির হয়ে নবম গোলটি করেন।
ম্যাচের ৯০ মিনিটে জর্জ বার্চ একটি চমৎকার গোল করে এক্সটার সিটির হয়ে ব্যবধান কমান। ইনজুরি টাইমে (৯০+১ মিনিটে) রিকো লুইস নিজের দ্বিতীয় এবং দলের দশম গোলটি পূর্ণ করেন।
১৯৮৭ সালের পর এই প্রথম কোনো ম্যাচে ১০ গোল করল ম্যানচেস্টার সিটি। ওইবার হাডার্সফিলডের বিপক্ষে একই স্কোরে জিতেছিল তারা।
টানা তিন ম্যাচে ড্রয়ের পর এই জয়ের ফলে আত্মবিশ্বাস ফিরবে ম্যানসিটি শিবিরে।

