ইংল্যান্ডের দেয়া পাহাড়সম রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ব্যাটিং চাপে বাংলাদেশ। দলীয় ১ রানের মাথায় বিদায় নেন লিটন দাস ও নাজমুল হাসান শান্ত। দুজনেই প্রথম বল মোকাবেলা করে অর্থাৎ গোল্ডেন ডাক মেরে সাজঘরে ফিরে যান স্যাম কারানের বলে।
এর আগে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের দ্বিতীয় ম্যাচে প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ৩২৬ রান করে ইংল্যান্ড।
এর আগে ইংল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওয়ানডেতে ইংল্যান্ডের কাছে হারতে হয়েছে ৩ উইকেটে। তাই আজ বাংলাদেশের কাছে ম্যাচটি গুরুত্বপূর্ণ। সিরিজ বাঁচাতে হলে রেকর্ড গড়ে জিততে হবে।