কিছুদিন আগেও সূর্যকুমার যাদবের ব্যাটে বইত রানের জোয়ার। এখন সেখানে ভাটার টান। ভারতের বিস্ফোরক ব্যাটসম্যান অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজে টানা তিন ম্যাচে আউট হলেন প্রথম বলে।
চেন্নাইয়ে বুধবার (২২ মার্চ) তৃতীয় ওয়ানডেতে ভারতের রান তাড়ায় ৩৬তম ওভারে বিরাট কোহলির বিদায়ের পর উইকেটে যান সূর্যকুমার। বাঁহাতি স্পিনার অ্যাশটন আগারের অফ স্টাম্পের বল ব্যাকফুটে কাট করার চেষ্টা করেন ডানহাতি ব্যাটসম্যান। বলটি খানিকটা নিচু হয়ে আঘাত হানে অফ স্টাম্পে।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তিনবার শূন্য রানে আউট হওয়া প্রথম ব্যাটসম্যান তিনিই। তার আগে ১৩ জন দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজে তিনবার শূন্য রানে আউট হয়েছেন, সেগুলি ছিল পাঁচ কিংবা সাত ম্যাচের সিরিজ।
ভারতের হয়ে এর আগে ওয়ানডেতে টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হয়েছেন আরও পাঁচ জন। তবে সূর্যকুমারের আগে টানা তিন ম্যাচে প্রথম বলে আউট হননি দলটির আর কেউ।
আগের পাঁচ জনের মধ্যে বিশেষজ্ঞ ব্যাটসম্যান ছিলেন কেবল শচিন টেন্ডুলকার (১৯৯৪)। বাকিরা হলেন অনিল কুম্বলে (১৯৯৬), জহির খান (২০০৩-০৪), ইশান্ত শর্মা (২০১০-১১) ও জাসপ্রিত বুমরাহ (২০১৭-১৯)।
তিন ম্যাচের মধ্যে টেন্ডুলকার প্রথমটায় খেলেন ২ বল, পরের দুইটিতে ৪ বল করে। কুম্বলে প্রথম দুই ম্যাচে টেকেন ২ বল করে। পরের তিন ম্যাচে ব্যাটিং করতে হয়নি। এরপর আবার ব্যাটিংয়ে নেমে টিকে থাকেন কেবল ৩ বল। জহির দুই ‘গোল্ডেন ডাক’ এর মাঝে একটিতে খেলেন ২ বল। ইশান্ত একটিতে টেকেন ১২ বল। পরের দুটিতে ৩ ও ২ বল।
বুমরাহর শূন্যের হ্যাটট্রিক হয় লম্বা বিরতিতে- তিন বছর মিলিয়ে। ২০১৭ সালের ১০ ডিসেম্বর ধর্মশালায় শ্রীলঙ্কার বিপক্ষে ১৫ বল খেলেন ফেরেন শূন্য রানে। পরের ১২ ম্যাচে ব্যাট করতে হয়নি। ২০১৮ সালের ২৭ অক্টোবর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পুনেতে আউট হন ৩ বল খেলে। পরের তিন ম্যাচে আবার ব্যাটিং পাননি। ২০১৯ সালে নাগপুরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ২ বল খেলে আউট হন শূন্য রানে।