এবারের গোল্ডেন গ্লোবে বাজিমাত করেছে হলিউড সিনেমা ওপেনহেইমার। ৮১ তম আসরে বেস্ট মোশন পিকচার-ড্রামা জিতেছে সিনেমাটি।
পাশাপাশি এ সিনেমার জন্য সেরা পরিচালকের (মোশন পিকচার) পুরষ্কার পেয়েছেন ক্রিস্টোফার নোলান, সেরা অভিনেতা (মোশন পিকচার, ড্রামা) হয়েছেন কিলিয়ান মারফি এবং বেস্ট সাপোটিং অ্যাক্টর (মোশন পিকচার) জিতেছেন রবার্ট ডাউনি জুনিয়ার।
তবে ‘বার্বি’ একটি মাত্র ক্যাটাগরিতে পুরস্কার জিতেছে। সেটি হলো সেরা মৌলিক গান (মোশন পিকচার)। ‘হোয়াট ওয়াজ আই মেড ফর’ গানটির জন্য পুরস্কার জিতেছেন বিলি এইলিশ ও ফিনিয়াস।
অন্যদিকে টেলিভিশনে সবচেয়ে বেশি জিতেছে ‘সাকসেশন’, ‘দ্য বিয়ার’ ও ‘বিফ’।