গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি

0
গোলের পর অ্যাসিস্টের হ্যাটট্রিকে ফাইনালে মায়ামিকে তুললেন মেসি

বয়স বাড়লেও মাঠে তার আগ্রাসন কমছে না এক বিন্দুও। আবারও প্রমাণ করলেন লিওনেল মেসি। প্রথমার্ধে দুর্দান্ত এক হেডে গোল, এরপর দ্বিতীয়ার্ধে অ্যাসিস্টের হ্যাটট্রিক। সব মিলিয়ে সিনসিনাটিকে ৪-০ ব্যবধানে হারিয়ে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে জায়গা পাকা করেছে ইন্টার মায়ামি।

ঘরের মাঠের বাইরে এমন দাপুটে জয়ে বড় ভূমিকায় ছিলেন মেসি। প্রায় একাই ম্যাচটিকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেন তিনি।

১৮তম মিনিটে মাতেও সিলভেত্তি, মেসির মাথায় নিখুঁত ক্রস বাড়ান। সেখান থেকেই গোলের সূচনা করে এগিয়ে যায় মায়ামি। বিরতির পর বদলে যায় ম্যাচের চিত্র। প্লেমেকারের ভূমিকায় অবতীর্ণ হন মেসি। ৫৭ মিনিটে সিলভেত্তিকে ফিরতি উপহারস্বরূপ বাড়ান একটি দারুণ পাস। দূরের পোস্টে ডান পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন সিলভেত্তি।

এরপর আসে তাদেও আলেন্দের জ্বলে ওঠার সময়। মাঝমাঠ থেকে মেসির সুন্দর পাস পেয়ে ৬২ মিনিটে গোলকিপারকে পরাস্ত করেন আলেন্দে। ৭৩ মিনিটে মেসি নিজেও সুযোগ পেয়েছিলেন, কিন্তু গোলকিপারের হাতে থেমে যায় শটটি। পরক্ষণেই ৭৪ মিনিটে আরেকটি নিখুঁত পাস দিয়ে আলেন্দেকে গোল করতে সহায়তা করেন আর্জেন্টাইন তারকা।

চার গোলের এ জয় নিশ্চিত করে হাভিয়ের মাশ্চেরানো এর শিষ্যদের ফাইনাল যাত্রা। সেখানে তাদের প্রতিপক্ষ হবে ফিলাডেলফিয়া ইউনিয়ন এবং নিউ ইয়র্ক সিটির মধ্যকার সেমিফাইনালের বিজয়ী দল।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here