ইরাকের প্রতিরোধ যোদ্ধারা এবার ইসরায়েলের গোলান মালভূমিতে হামলা চালানোর দাবি করেছে। সিরিয়ার কাছ থেকে এই মালভূমির অনেকটা অংশ দখল করে নিয়েছিলো ইসরাইল।
এক বিবৃতি ইরাকে প্রতিরোধ যোদ্ধারা জানিয়েছে, ফিলিস্তিনি জনগণের সমর্থনে ইসরায়েলি আগ্রাসন ও নির্যাতনের বিপক্ষে তাদের এই হামলা অব্যাহত থাকবে। গাজার শিশু, নারীসহ সাধারণ মানুষদের ওপর ইসরাইল যে গণহত্যা চালাচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ জারি রাখার ঘোষণা দিয়েছে ইরাকের প্রতিরোধ যোদ্ধারা।