গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় হুইলচেয়ার আরোহী নিহত

0
গোলরক্ষক মার্টিনেজের গাড়ির ধাক্কায় হুইলচেয়ার আরোহী নিহত

ইন্টার মিলানের স্প্যানিশ গোলরক্ষক জোসেফ মার্টিনেজের গাড়ির ধাক্কায় হুইলচেয়ারে থাকা ৮১ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে ইতালির কোমো প্রদেশে।

মঙ্গলবার (২৮ অক্টোবর) এক প্রতিবেদন এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স

এতে বলা হয়েছে, সড়কে নামার পর দুর্ঘটনা এড়াতে হুইলচেয়ারের দিক পরিবর্তন করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত সেই মর্মান্তিক ঘটনা এড়ানো যায়নি। গাড়ির সঙ্গে ধাক্কা লাগার পর মার্টিনেজ নিজেই গাড়ি থামিয়ে ওই ব্যক্তিকে সাহায্য করতে এগিয়ে আসেন। তবে অ্যাম্বুলেন্স পৌঁছানোর আগেই প্রবীণ ব্যক্তি মারা যান।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, কোমো প্রদেশের একটি রাস্তার পাশের সাইকেল লেনে ইলেকট্রিক হুইলচেয়ার নিয়ে চলছিলেন ওই বৃদ্ধ। একপর্যায়ে মার্টিনেজের চালিত গাড়ি এসে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। দুর্ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তদন্ত শুরু করেছে।

সংবাদ সংস্থা এপি জানিয়েছে, দুর্ঘটনাটি ঘটেছে অ্যাপিয়ানো জেন্টাইলে, ইন্টার মিলানের অনুশীলন কেন্দ্রের কাছে। দুর্ঘটনার পর মার্টিনেজ ও এক মোটরসাইকেল আরোহী রাস্তায় গাড়ি থামিয়ে সাহায্য করার চেষ্টা করেন। দ্রুত এয়ার অ্যাম্বুলেন্সসহ জরুরি উদ্ধার দল পৌঁছালেও ঘটনাস্থলেই ওই ব্যক্তি মারা যান।

সূত্র: রয়টার্স

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here