গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

0
গোয়ালন্দ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ড

রাজবাড়ীর গোয়ালন্দ বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডে মার্কেটের তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে অন্তত ৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের দাবি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে প্রথমে খোকন মন্ডলের কুকারিজের দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত পাশের আরও দুইটি দোকানে ছড়িয়ে যায়। 

খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসসহ রাজবাড়ী সদর থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনেন।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা হলেন- মো. খোকন মন্ডল, মো. হারুন মন্ডল ও মো. লুৎফর রহমান। তাদের কুকারিজ সামগ্রী, নগদ অর্থ ও অন্যান্য মালামাল পুড়ে যায়।

ব্যবসায়ী খোকন মন্ডল বলেন, আমি প্রতিদিনের মতো রাত ১০টা দিকে দোকান বন্ধ করে বাড়িতে যাই। কিছুক্ষণ পর ফোন পাই আমাদের দোকানে আগুন লেগেছে। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি আমার সব শেষ হয়ে যাচ্ছে। আমার জীবনের সব সঞ্চয় পুড়ে শেষ হয়ে গেছে। অগ্নিকাণ্ডে সব ব্যবসায়ী অন্তত পাঁচ কোটি টাকার ক্ষতি হয়েছে।

গোয়ালন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার মো. ইয়াহিয়া বলেন, আমরা প্রায় পৌনে দুই ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হই। প্রাথমিকভাবে জানতে পেরেছি বৈদ্যুতিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার সাথী দাস জানান, অগ্নিকাণ্ডে অনেক ব্যবসায়ীর ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলা প্রশাসন সব সময় ব্যবসায়ীদের পাশে আছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here