ভারতের গোয়ায় নাইটক্লাবে ভয়াবহ অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যুর পর বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন মালিক সৌরভ লুথরা। গত শনিবার গভীর রাতের এই ঘটনায় নিহতদের মধ্যে চারজন পর্যটক ও ১৪ জন ক্লাবকর্মী ছিলেন।
মর্মান্তিক ওই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে প্রাণহানির জন্য শোক প্রকাশ করেছেন সৌরভ লুথরা। পাশাপাশি ক্ষতিগ্রস্তদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন তিনি।
ইনস্টাগ্রামে সৌরভ বলেন, ‘দুর্ভাগ্যজনক ঘটনায় ব্যবস্থাপনা বিভাগ গভীর শোক প্রকাশ করছে, প্রাণহানির ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত ও বিচলিত।’
অগ্নিকাণ্ডের চলমান তদন্তের মধ্যে লুথরা আশ্বাস দিয়েছেন, শোকসন্তপ্তদের সব ধরনের সহায়তা, সমর্থন ও সহযোগিতা প্রদান করা হবে।
তিনি লিখেছেন, ‘এই অপূরণীয় ক্ষতি ও গভীর দুঃখের সময়ে, নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের পাশে ব্যবস্থাপনা বিভাগ সংহতি প্রকাশ করছে এবং আন্তরিক সমবেদনা জানাচ্ছে।’
গোয়ার আরপোরায় অবস্থিত ‘বার্চ বাই রোমিও লেন’ নাইট ক্লাবটিতে আগুন লাগার কারণ আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।
তবে প্রত্যক্ষদর্শীরা জানান, ক্লাবের প্রবেশ ও বের হওয়ার পথ ছিল খুবই সংকীর্ণ ছিল। আগুন ছড়িয়ে পড়লে অনেকেই নিচতলার রান্নাঘর ও বেজমেন্টের দিকে ছুটে যান। তবে সেখানেই আটকে পড়েন। অধিকাংশের মৃত্যু হয়েছে শ্বাস নিতে না পেরে। প্রথমে মৃতের সংখ্যা ২৩ বলা হলেও পরে তা বেড়ে ২৫ হয়।

