গাইবান্ধার গোবিন্দগঞ্জে বৈদ্যুতিক বাল্বের সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে রফিকুল ইসলাম (৩৫) নামের এক মিস্ত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২২আগস্ট) সন্ধ্যায় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হলে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
রফিকুল উপজেলার সাপমারা ইউনিয়নের চকরহিমাপুর গ্রামের তছলিম মিয়ার পুত্র।
রফিকুল মিস্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন সাপমার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাকিল আলম।