গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় একদিনে ৪ জনের মৃত্যু

0
গোবিন্দগঞ্জে পৃথক ঘটনায় একদিনে ৪ জনের মৃত্যু

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সিএনজি ও ট্রলির সংঘর্ষে নারীসহ দুইজন নিহত হয়েছেন। শুক্রবার (২৪ অক্টোবর) দুপুরে গোবিন্দগঞ্জ-নাকাই হাট সড়কের বাজুনিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

নিহতরা উপজেলার নাকাই ইউনিয়নের বড় বাজুনিয়া পাড়া (সরকার বাড়ি) এলাকার পুলিশ সদস্য আতিকুর রহমান সুমনের স্ত্রী লিমা বেগম (৪০) ও জয়পুরহাট সদর উপজেলার বাসিন্দা সবেদ আলী (৫০)।

এর আগে, সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নে জমি বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় আহত বাদল মিয়া (৪০) নামে এক কৃষক সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

অন্যদিকে, শুক্রবার বিকাল ৩টার দিকে উপজেলার হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর (পাতারে পাড়া) এলাকায় তাজিনা আক্তার সানিয়া (১০) নামের এক শিশু বাড়ির পাশে বাঙালি নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে মৃত্যু হয়েছে। এ নিয়ে উপজেলায় একদিনে পৃথক ঘটনায় চারজনের মৃত্যু হয়েছে।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম এসব ঘটনা নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here