গোপালগঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

0
গোপালগঞ্জ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত

গোপালগঞ্জ জেলা বিএনপি ও এর সকল সহযোগী সংগঠনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টায় জেলা বিএনপির কার্যালয়ে এ উপলক্ষে কোরআন খতম, দরুদ পাঠ, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও দর্শনের ওপর গুরুত্বারোপ করে প্রধান আলোচনা উপস্থাপন করেন গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান। 

তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, শহীদ জিয়া ছিলেন বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক এবং আধুনিক বাংলাদেশের রূপকার। তার আদর্শকে বুকে ধারণ করেই আমাদের আগামীর পথ চলতে হবে। আলোচনা শেষে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

অনুষ্ঠানে জেলা বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব অ্যাডভোকেট কাজী আবুল খায়ের, সদস্য অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, আজিজুর রহমান বেনো ও জিয়াউল কবির বিপ্লব উপস্থিত ছিলেন। এছাড়াও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সভাপতি শিকদার শহীদুল ইসলাম লেলিন।

আরও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শেখ হাসিবুর রহমান হাসিব, সাধারণ সম্পাদক কবিরুল হক, জেলা যুবদলের সভাপতি রিয়াজউদ্দিন লিপটন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা, সদস্য সচিব মাহমুদ হাসান, জেলা জাসাসের আহ্বায়ক যাকারিয়া ইসলাম ধীরাজ, জেলা শ্রমিকদলের সদস্য সচিব শেখ আব্দুল্লাহ এবং জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি ইমরুল কায়েসসহ স্থানীয় নেতৃবৃন্দ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here