গোপালগঞ্জে ১ লাখ ৭৯ হাজার ১০৩ শিশুকে খাওয়ানো হবে ভিটামিন এ ক্যাপসুল

0

গোপালগঞ্জে শুরু হয়েছে ভিটামিন এ ক্যাপসুল ক্যাম্পেইন। এ বছর জেলায় ১ লাখ ৭৯ হাজার ১০৩ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। আজ শনিবার সকাল ১১টায় জেলা শহরের কুয়াডাঙ্গা এলাকার আরবান প্রাইমারী হেলথ সার্ভিসেস ডেলিভারি প্রজেক্ট-২ কায্যালয়ে ঢাকা বিভাগীয় স্বাস্থ্য কায্যালয়ের উপপরিচালক ডা. হারুন অর রশিদ ও সিভিল সার্জন ডাঃ আবু সাঈদ মোহাম্মদ ফারুক শিশুদের ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এ ক্যাস্পেইনের উদ্বোধন করেন। 
এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ গায়েত্রী বিশ্বাস, মেডিকেল অফিসার ডাঃ দিবাকর বিশ্বাস, ইউপিএইচ সিএইচডিপি-২ প্রকল্প ব্যবস্থাপক মো রকিবুল হাসান, এমআইএস অফিসার কৃষ্ণ গোপাল সরকার উপস্থিত ছিলেন।

এ ক্যাম্পেইনে জেলার পাঁচ উপজেলায় ৬ থেকে ১১ মাস বয়সের ২৩ হাজার ৫৭২ জন শিশুকে নীল রং এর ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস বয়সের ১ লাখ ৫৫ হাজার ৫৩১ জন শিশুকে লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৭টি স্থায়ী, ১ হাজার ৭০৯টি অস্থায়ী কেন্দ্রে ২১৬ জন তত্ত্ববধায়কের নেতৃত্বে ৩ হাজার ৪৩২ জন স্বেচ্ছাসেবী কাজ করছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here